১। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে আক্রান্ত করেন।’ (বুখারী, হাদিস : ৫৬৪৫)
২। রাসুলুল্লাহ (সা.) আরো স্পষ্টভাবে বলেছেন, ‘আল্লাহ যখন তাঁর বান্দার কল্যাণ চান তখন দুনিয়াতে তার শাস্তি ত্বরান্বিত করেন, আর যখন কোনো বান্দার অকল্যাণ চান তখন তার পাপগুলো রেখে দিয়ে কিয়ামতের দিন তার প্রাপ্য পূর্ণ করে দেন।’ (তিরমিজি, হাদিস : ২৩৯৬)
৩। আল্লাহ তায়ালা বলেন, ‘আমি (আল্লাহ) যখন আমার মুমিন বান্দার কোনো আপনজনকে মৃত্যু দিই, আর সে সবর করে, তখন আমার কাছে তার একমাত্র প্রতিদান হলো জান্নাত।’ (বুখারী, হাদিস : ৬৪২৪)
৪। নবী করিম (সা.) বলেছেন, ‘মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট-ক্লেশ, রোগ-ব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফোটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন।’ (বুখারী, হাদিস : ৫৬৪১)
৫। একবার রাসুল (সা.) আনসার সাহাবিদের কিছু লোককে বলেন, ‘যে ব্যক্তি ধৈর্য ধরে, তিনি (আল্লাহ) তাকে ধৈর্যশীলই রাখেন। আর যে অমুখাপেক্ষী হতে চায়, আল্লাহ তাকে অভাবমুক্ত রাখেন। ধৈর্যের চেয়ে বেশি প্রশস্ত ও কল্যাণকর কিছু কখনো তোমাদের দান করা হবে না। (বুখারী, হাদিস : ৬৪৭০)
সহিহ বুখারী শরীফ এর PDF ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
- বুখারী শরীফ ১ম খণ্ড
- বুখারী শরীফ ২য় খণ্ড
- বুখারি শরীফ ৩য় খণ্ড
- বুখারী শরীফ ৪র্থ খণ্ড
- বুখারী শরীফ ৫ম খণ্ড
- বুখারি শরীফ ৬ষ্ঠ খণ্ড
- বুখারী শরীফ ৭ম খণ্ড
- বুখারী শরীফ ৮ম খণ্ড
- বুখারি শরীফ ৯ম খণ্ড
- বুখারী শরীফ ১০ম খণ্ড
1 Comments
আমিন
ReplyDelete